ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

স্বাস্থ্যখাতে উপকরণ সরবরাহের লক্ষ্যে প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে সেমস

প্রকাশিত : ১৮:৩৮, ২৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৩৮, ২৬ এপ্রিল ২০১৬

বাংলাদেশে স্বাস্থ্যখাতে ভোক্তাদের চাহিদা অনুযায়ি উপকরণ সরবরাহের লক্ষ্যে ৩ দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক আয়োজক সংস্থা সেমস। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির  কর্মকর্তারা জানান, প্রদর্শনীতে মেডিটেক্স, বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব, ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম ও ফার্মা বাংলাদেশ শিরোনামে ৪ টি বিষয়ে প্রদর্শনীর আয়োজন থাকবে। এতে অংশগ্রহণ করবে বিশ্বের ১৯ টি দেশ। এ প্রদর্শনীর মাধ্যমে দেশি বিদেশী উদ্যোক্তাদের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও সম্ভব বলে মনে করে আয়োজক সংস্থা।প্রদর্শনী আগামী ৫ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়। চলবে ৭ মে পর্যন্ত।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি