ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ৭ খুনের ২ বছর পূর্তি আজ, এখনো বিচার না হওয়ায় নিহতদের স্বজনরা হতাশ

প্রকাশিত : ১৮:০০, ২৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:১৩, ২৭ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ খুনের দুই বছর পূর্তি আজ। ৩৫ জনকে আসামী করে মামলার অভিযোগপত্র দাখিল করা হলেও এখনো বিচার না হওয়ায় হতাশ নিহতদের স্বজনরা। তবে চলতি বছরের মধ্যেই বিচার শেষ হওয়ার আশাবাদ জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ২০১৪ সালের ২৭শে এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে ৩০শে এপ্রিল শীতলক্ষ্যা  থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডে স্থানীয় র‌্যাব কর্মকর্তরাও জড়িত থাকার অভিযোগ উঠে। ঘটনার প্রায় এক বছর পর চার্জশীট দাখিল হলে চলতি বছরের ৮ই ফেব্র“য়ারী বিচার কাজ শুরু করে আদালত। ভারত থেকে ফেরত আনা হয় মামলার প্রধান আসামী নূর হোসেনকে। এরই মধ্যে ১২৭ জন স্বাক্ষীর ৩০ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। কিন্তু চার্জশীটভুক্ত ৩৫ আসামীর ১২ জন পলাতক থাকায় হতাশ  নিহতদের পরিবারের সদস্যরা। বিভিন্ন মহল থেকে হুমকি আর হয়রানিরও অভিযোগ করেছেন তারা। তবে স্বাক্ষীদের নিরাপত্তা দিতে পুলিশ দায়িত্বশীল রয়েছে বলে জানালেন পুলিশ সুপার। এদিকে মামলার সাথে প্রভাবশালী ব্যাক্তিরা জড়িত থাকায় স্বাক্ষ্যগ্রহণ অনেকাংশেই বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বাদিপক্ষের আইনজীবী। যদিও অভিযোগ অস্বীকার করে ন্যায় বিচারের আশা আসামী পক্ষের আইনজীবীর। চলতি বছরের মধ্যেই বিচারকাজ শেষ হবে বলে আশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। দ্রুত সময়ের মধ্যে নির্মম এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত সব আসামীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি নারায়ণগঞ্জবাসীর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি