ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সিরিয়ায় গৃহযুদ্ধ নিরসন ও শান্তি প্রক্রিয়া বাস্তবায়নে জরুরী ভিত্তিতে উদ্যোগ নিতে জাতিসংঘের আহ্বান

প্রকাশিত : ১২:০৯, ২৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:০৯, ২৮ এপ্রিল ২০১৬

সিরিয়ায় গৃহযুদ্ধ নিরসন ও শান্তি প্রক্রিয়া বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে জরুরী ভিত্তিতে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদে ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘের বিশেষ দূত <িংঃৎড়হম>স্টফেন ডে মিসট্রুরা। তিনি বলেন, গেল ফেব্র“য়ারিতে সাময়িক যুদ্ধবিরতী চুক্তি হলেও তা প্রকৃতপক্ষে কাজে আসছে না। সম্প্রতি সিরিয়ায় সহিংসতা বেড়ে গেছে উল্লেখ করে বলেন, গেল ৪৮ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গড়ে প্রতি ২৫ মিনিটে অন্তঃত একজন নাগরিক প্রাণ হারিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের সমন্বিত উদ্যোগ ছাড়া সিরিয়ায় শান্তি চুক্তি বাস্তবায়ন সম্ভব নয় বলেও জানান তিনি। বুধবারও দেশটির আলেপ্পো শহরে একটি হাসপাতালে বোমা হামলায় প্রাণ হারায় ২০ জন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি