ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

দু’দফা ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালানোয় নর্থ কোরিয়ার বিরুদ্ধে আরো কঠিন পদক্ষেপ

প্রকাশিত : ১০:০২, ২৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:০২, ২৯ এপ্রিল ২০১৬

এক মাসে দু’দফা ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালানোয় নর্থ কোরিয়ার বিরুদ্ধে আরো কঠিন পদক্ষেপ নেয়ার কথা ভাবছে জাতিসংঘ। হাইড্রোজেন বোমা পরীক্ষার জেরে ইতোমধ্যেই জাতিসংঘ ও পশ্চিমাদের কঠিন অবরোধের মধ্যে রয়েছে দেশটি। সংস্থাটিতে নিযুক্ত চীনা দূত লিও জিয়ি জানান, এধরণের পরীক্ষা উত্তর কোরিয়া তথা গোটা বিশ্বের জন্য হুমকি। চলতি মাসের ১৫ ও ২৮ এপ্রিল মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। যদিও দক্ষিণ কোরিয়া জানিয়েছে, দু দফার পরীক্ষাই ব্যর্থ হয়েছে। এদিকে মে মাসে ক্ষমতাসীনদের পার্টি কংগ্রেস উপলক্ষে আবারো পরমাণু পরীক্ষা চালানোর ইঙ্গিত দিয়েছে উত্তর কোরিয়া।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি