ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত : ১০:২৪, ২৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:২৪, ২৯ এপ্রিল ২০১৬

শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও চাপাইল ব্রিজসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গোপালগঞ্জে এখন সাজ সাজ রব। প্রায় একশ’ ৭৮ কোটি টাকা ব্যয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল উদ্বোধন করবেন তিনি। অত্যাধুনিক এই চক্ষু হাসপাতাল দক্ষিণ- পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের চিকিৎসা সেবায় খুলবে নতুন দিগন্ত। এছাড়া, মধুমতি নদীর উপর নির্মিত চাপাইল ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় প্রধান ডাকঘর, জেলা শিশু একাডেমি কমপ্লেক্স ও জাতীয় মহিলা সংস্থার ভবন উদ্বোধন করবেন তিনি। পরে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত এলাকাবাসী। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি