ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীকে টেলিফোন করে কলাবাগানে জোড়া খুনের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জন কেরি

প্রকাশিত : ১০:২৮, ২৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:২৮, ২৯ এপ্রিল ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে রাজধানীর কলাবাগানে জোড়া খুনের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বৃহস্পতিবার রাত ৯টা ৪ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ১৬ মিনিট কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নানের খুনিদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার অনুরোধ জানান জন কেরী। শেখ হাসিনা বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ়। এক্ষত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জোড়া খুনের ঘটনায় কিছু ক্লু পাওয়া গেছে। আসামীদের খুঁজের বের করে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে বলেও জানান প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী জন কেরীকে বলেছেন, ২০১৫ সালে যারা মানুষ পুড়িয়ে মেরেছে, তারাই হত্যাকারীদের মদদ দিচ্ছে। ক্যালিফোর্নিয়ায় সম্প্রতি বাংলাদেশী দম্পতি হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত বিচারের জন্য কেরীর প্রতি আহবান জানান শেখ হাসিনা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি