ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সারা দেশে প্রচন্ড তাপদাহ

প্রকাশিত : ১৪:৩১, ২৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:৩১, ২৯ এপ্রিল ২০১৬

প্রচন্ড তাপদাহে পুড়ছে দেশ। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত গাছপালা না থাকায় তাপ বেশি অনুভুত হচ্ছে। একই সাথে শীতাতপ ব্যবস্থা বেশি হওয়ায়, রাজধানীতে গরম তুলনামূলক বেশি। অস্বাভাবিক গরমকে দূর্যোগের পূর্বাভাসও মনে করছেন অনেকে। প্রখর রোদ্দুর, রোদে আভায় চামড়া পুড়ে যাবার উপক্রম; সব বয়স আর শ্রেণী পেশার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় ব্যাহত। দেশের বিভিন্ন অঞ্চলে অনাবৃষ্টি এমনকি কাল বৈশাখী পরবর্তী মৌসুমী মৃদ্যু বৃষ্টির ছিটেফোঁটারও দেখা মিলছে না কোথাও। স্কুলে যাওয়া ছোট্ট শিশু থেকে শুরু করে খেটে খাওয়া মানুষের কষ্টটাই যেন একটু বেশী। চলতি পথে অল্পতেই হাপিয়ে উঠছেন তারা। দেশের বিভিন্ন জনপদ তো বটেই রাজধানী ঢাকার বুকেও একই চিত্র। ইট কাঠের এই অপরিকল্পিত নগরীতে গরম একটু বেশি অনুভুত হচ্ছে বলে জানান এই পরিবশ বিশেষজ্ঞ। নগরীতে পরিকল্পিতভাবে গাছপালার পরিমাণ বৃদ্ধি হলেই এর রুক্ষতা থেকে পরিত্রান মিলবে বলেও জানান তিনি।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি