ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ

প্রকাশিত : ১৯:৫৩, ২৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:৫৬, ২৯ এপ্রিল ২০১৬

প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তথ্য চেয়ে করা অনুরোধে সাড়া দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাওয়া ৩১ জন ব্যবহারকারীর ১৬ দশমিক ৬৭ শতাংশ তথ্য দিয়েছে ফেসবুক। অনুরোধ অনুযায়ি চারটি ‘কনটেন্ট’ দেখার সুযোগও বন্ধ রয়েছে। সাম্প্রতিক সময়ে একের পর এক ব্লগার হত্যা ও দুই বিদেশী হত্যার পর জড়িতরা দায় স্বীকারের জন্য সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুককে বেছে নেয়। এরই প্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে কয়েক দফায় বেশ কয়েকজন ব্যবহারকারীর বিস্তারিত তথ্যাদি জানতে চায় বাংলাদেশ সরকার। ফেসবুকের ‘গভর্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট’ অনুযায়ি, ২০১৩ সালের জানুয়ারি থেকে জুন সময়ে বাংলাদেশ সরকার ১২ জন ব্যবহারকারীর তথ্য জানতে চেয়েছিলো। ২০১৪ সালের একই সময়ে ১৭ জন, জুলাই থেকে ডিসেম্বর সময়ে ৫ জন, ২০১৫ সালের জানুয়ারি থেকে জুন সময়ে তিন জন ব্যবহারকারীর তথ্য চায় সরকার। তবে কারও সম্পর্কে তথ্য দেয়নি ফেসবুক কর্তৃপক্ষ। সর্বশেষ ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বরে ১২টি অনুরোধের মাধ্যমে ৩১ জন ব্যবহারকারীর তথ্য চায় বাংলাদেশ সরকার। তবে এবার টনক নড়ে ফেসবুক কর্তৃপক্ষের। প্রথমবারের মতো কিছু তথ্য দেয় সরকারকে। ১৬ দশমিক ৬৭ শতাংশ তথ্য দেয়ার পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার অনুরোধে চারটি ‘কনটেন্ট’ দেখার সুযোগও বন্ধ করে রেখেছে ফেসবুক কর্তৃপক্ষ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি