ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

দেশ ও জনগনের সুষম উন্নয়নই তাঁর সরকারের লক্ষ্যঃ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:৪০, ৩০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:৪০, ৩০ এপ্রিল ২০১৬

বিএনপি-জামায়াতের মতো হিংসাত্মক ও ধ্বংসাত্মক রাজনীতি আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশ ও জনগনের সুষম উন্নয়নই তাঁর সরকারের লক্ষ্য। গোপালগঞ্জে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে এসব বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকার যখন উন্নয়ন করে যাচ্ছে, তখন গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে আগুন-সন্ত্রাসে ব্যর্থ বিএনপি-জামায়াত। কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতেই গোপালগঞ্জে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শহরের ঘোনাপাড়ায় নব নির্মিত শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এছাড়া, একই অনুষ্ঠানে মধুমতি নদীর ওপর চাপাইল ব্রিজ উদ্বোধনসহ বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলোর উদ্বোধন শেষে তিনি বলেছেন, বিএনপি-জামায়াত আমলে গোপালগঞ্জ ছিলো অবহেলিত। বর্তমান সরকার সেই অবহেলা ও বঞ্চনা দূর করেছে। প্রধানমন্ত্রী জানান, দেশ যখন উন্নয়নের ধারায় এগুচ্ছে, তখন সব আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে; কিন্তু, আওয়ামী লীগ তাদের মতো হিংসাত্মক ও ধ্বংসাত্মক রাজনীতি করে না। এদেশের মানুষের সুষম উন্নয়নই একমাত্র লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। ভিত্তি স্থাপন করা নতুন প্রকল্পগুলো দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে নতুন চক্ষু হাসপাতালে নিজের চোখ দেখানোর ইচ্ছেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি