ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

দেশের অধিকাংশ এনার্জি ড্রিংকসে ক্যাফেইন, যৌন উত্তেজক এবং এ্যালকোহল পাওয়া গেছে

প্রকাশিত : ১৩:১৭, ১ মে ২০১৬ | আপডেট: ১৩:১৭, ১ মে ২০১৬

দেশের অধিকাংশ এনার্জি ড্রিংকসে মাত্রাতিরিক্ত স্নায়ু উত্তেজক ক্যাফেইন, যৌন উত্তেজক সিলডেনাফিল সাইট্রেড এবং এ্যালকোহলের উপস্থিতি রয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, বিসিএসআইআর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরীক্ষায় ভয়াবহ এসব তথ্য উঠে এসেছে। পরীক্ষায় ৩১টি কোম্পানীর এনার্জি ড্রিংকসে ক্যাফেইন, ২৩টিতে যৌন উত্তেজক এবং ৮টিতে অতিরিক্ত এ্যালকোহল পাওয়া গেছে। দৈনন্দিন নানা ব্যস্ততার মাঝে শারীরিক ক্লান্তি ও অবসাদ দূর করতে মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের প্রিয় পানীয়, এনার্জি ড্রিংকস। বিশ্ববিদ্যালয় পড়–য়া এই তরুণ মূলত কৌতুহল বসে এনার্জি ড্রিংকস পান করে! এর পর  হাত বাড়ায় ইয়াবার দিকে। এখন অবশ্য রাজধানীর একটি মাদক নিরাময় কেন্দ্রে স্বাস্থ্য সেবা নিচ্ছেন তিনি। এরকম অসংখ্য তরুণ নিয়মিত সেবন করছে বিভিন্ন কোম্পানীর এনার্জি ড্রিংকস। সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা থেকে এরকম বিভিন্ন ড্রিংকসের নমুনা সংগ্রহ করে একাধিক ল্যাবে পরীক্ষা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। যাতে মিলেছে ক্ষতিকারক নানা রাসায়নিক উপাদানের ভয়াবহ তথ্য। পরীক্ষায়, বিভিন্ন পানীয়তে প্রতি লিটারে ২০৬.৭০ মিলিগ্রাম থেকে ১৮৮.২৫ মিলিগ্রাম ক্যাফেইন এবং ২১৮.২৫ থেকে ১১৮.৭০ মিলিগ্রাম সিলডেনাফিল সাইট্রেট পাওয়া গেছে। চিকিৎসকরা বলছেন, সাময়িক উত্তেজনা সৃষ্টি করলেও দীর্ঘ মেয়াদে এসব পানীয় জটিল সমস্যার কারণ হয়ে দাঁড়ায় বলে জানান চিকিৎসকরা। এ অবস্থায়, ক্ষতিকারক এসব ড্রিংকসের বিরুদ্ধে শিগগিরই অভিযানে নামবে বলে জানিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি