ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪

দেশের মানুষ স্বস্তিতে নেই অভিযোগ করেছেন খালেদা জিয়া

প্রকাশিত : ১৯:৩৭, ১ মে ২০১৬ | আপডেট: ১৯:৩৭, ১ মে ২০১৬

দেশের কোনো মানুষই স্বস্তিতে নেই বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক শ্রমিক সমাবেশে তিনি আরো বলেন, খুন-গুম বন্ধ না হলে জনগনকে সাথে নিয়ে আন্দোলন শুরু করবে বিএনপি। দেশের সম্পদ সরকারের শীর্ষ ব্যাক্তিরা বিদেশে পাচার করছে বলেও দাবি করেন বেগম জিয়া। প্যাকেজ: মহান মে দিবস উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দল আয়োজিত সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এতে বিএনপির সিনিয়র নেতারাও বক্তব্য রাখেন। সরকারের বিরুদ্ধে সন্ত্রাস ও দূর্নীতির অভিযোগ আনেন তারা। প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া বলেন, জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছে সরকার। কাচের ঘরে বসে এখণ জগনণের বিরুদ্ধেই  ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। চলমান গুম হত্যা নিয়ে বেগম জিয়া উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার  জড়িত না থাকলে খুনীরা কেন ধরা  পড়বে না।  সব ঘটনায় সরকারের মদদ রয়েছে বলেও অভিযোগ তার। তিনি বলেন, ৪২ বছরের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক ভাবে কেন্দ্রীয় ব্যাংক লুট করা হয়েছে। প্রধানমন্ত্রীর ছেলের একাউন্টের টাকার উৎস কি তা জনগনের কাছে প্রকাশ করারও দাবি জানান খালেদা জিয়া। বিচার বিভাগসহ গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ তার। গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে জনগনকে নিয়ে আবারো সংগ্রাম গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি