ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ক্ষতিকারক এনার্জি ড্রিংকস পান করে বিকৃত হচ্ছে তরুণদের আচরণ, ঘটছে সামাজিক অবক্ষয়

প্রকাশিত : ১০:৫০, ২ মে ২০১৬ | আপডেট: ১০:৫১, ২ মে ২০১৬

স্নায়ু উত্তেজকসহ ক্ষতিকারক বিভিন্ন রাসায়নিক উপাদান সমৃদ্ধ এনার্জি ড্রিংকস পান করে তরুণদের আচরণ বিকৃতির পাশাপাশি ঘটছে সামাজিক অবক্ষয়। এমন অভিযোগ করে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ দিন এসব পানীয় সেবনে লিভার, কিডনীসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ নষ্ট হবার আশংকা রয়েছে। রাজধানীর মিডফোর্ড এলাকার অধিকাংশ দোকানে জিনসিন প্লাস, জিনজেন, সোলার জিনসেন সহ নানা ব্রান্ডের এনার্জি ড্রিংকস কিনতে হরহামেশাই ভিড় করে তরুনরা। একটু শান্তি একটু স্বস্তি পেতে নাকি এসব ড্রিংকস নিচ্ছেন তারা । যদিও কিছু ব্যবসায়ী এসব পন্য বিক্রয়ের বিরোধী। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরীক্ষায় এসব পানীয়তে মিলেছে মানবদেহের জন্য ক্ষতিকারক সব রাসায়নিক উপাদান। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, দীর্ঘ মেয়াদী এসব ড্রিংকস পান করলে দেখা দিতে পারে নানা জটিল রোগ। এতে তরুনদের আচরণগত পরিবর্তনের পাশাপাশি সামাজিক অবক্ষয় ও অস্থিরতা সৃষ্টি হচ্ছে বলে জানান চিকিৎসকরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি