ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

জিকা ভাইরাসে কলম্বিয়ায় প্রথমবারের মতো তিনজনের মৃত্যু

প্রকাশিত : ২০:৪১, ৫ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:৪১, ৫ ফেব্রুয়ারি ২০১৬

zikaজিকা ভাইরাসে কলম্বিয়ায় প্রথমবারের মতো তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে, নতুন করে ইউরোপের দেশ স্পেন ও মধ্য আমেরিকার পানামায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। কলম্বিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গেল সপ্তাহে স্নায়ু জটিলতার কারণে দুইজনের মৃত্যু হয়। অপরজন মারা যায় নভেম্বর মাসে। তিনজনের শরীরেই জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এছাড়া, একই ধরনের লক্ষণ নিয়ে আরো দুইজনের মৃত্যু হলেও জিকা ভাইরাসের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি শহরে রক্ত নেয়ার কারণে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে দুইজন। এরপরই রক্তদানে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে, প্রথমবারের মতো ইউরোপের দেশ স্পেনে সনাক্ত হয়েছে জিকা ভাইরাসে আক্রান্ত গর্ভবতী নারী। মধ্য আমেরিকার দেশ পানামায় সনাক্ত হয়েছে ৫০ রোগী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি