ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান এগিয়েছে ২ ধাপ

প্রকাশিত : ০৯:০৮, ৩ মে ২০১৬ | আপডেট: ০৯:০৮, ৩ মে ২০১৬

বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান এগিয়েছে ২ ধাপ। বিশ্বের ১শ’ ৮০টি দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের জরিপে বাংলাদেশের অবস্থান ১শ ৪৪ তম। এরপরও বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নানা প্রশ্ন। এই প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে সাংবাদিক হত্যার বিচার দাবি যেমন প্রাসঙ্গিক, তেমনি নানা মহল থেকে গণমাধ্যম কর্মীদের প্রতি হুমকিও দৃশ্যমান। অধিকার আদায়ের ব্রত নিয়ে প্রায় দু’দশক ধরে সারাবিশ্বে ৩রা মে পালিত হচ্ছে মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর ‘তথ্যপ্রবাহে অভিগম্যতা এবং মৌলিক স্বাধীনতা: আপনার অধিকার’- ইউনেস্কোর এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে জাতিসংঘ ঘোষিত দিনটি। গণমাধ্যমের আন্তর্জাতিক পর্যবেক্ষক গোষ্ঠীর উদ্বেগ, বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি নিয়ে নানা মহল থেকে হত্যা, হুমকি নিয়ে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যহত রাখতে গণমাধ্যমের ভুমিকা অপরিসীম। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার দেয়া হয়েছে। নতুন কিছু আইন এই ইতিবাচক উদ্যোগকে সমৃদ্ধ করেছে। একইভাবে দেশের প্রতিটি নাগরিক যেমন আইনের আওতায় পড়ে, গণমাধ্যমও এর বাইরে নয়।  ঝুঁকিপূর্ণ এ পেশায় গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের বিষয়ে সরকারের আন্তরিক হবার প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। দেশের গণতন্ত্র নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা অপরিহার্য বলেও মত সংশ্লিষ্টদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি