ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

স্বর্ণজয়ী শারমিন লিপি ডায়বেটিক ও কিডনির জটিল রোগে ভুগছেন

প্রকাশিত : ০৯:০৭, ৩ মে ২০১৬ | আপডেট: ০৯:০৭, ৩ মে ২০১৬

ডায়বেটিক ও কিডনির জটিল রোগে ভুগছেন এক সময়ের স্পেশাল অলিম্পিকে স্বর্ণজয়ী অ্যাথলেট শারমিন লিপি। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না দেশসেরা এই ক্রিড়াবিদ। অসুস্থ্য লিপির পাশে দাঁড়াননি কেউ। সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন তার স্বজনরা। স্বর্ণজয়ী অ্যাথলেট শারমিন লিপি। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে  স্পেশাল অলিম্পিক আসরে ১৫০ দেশের ১০ হাজার অ্যাথলেটের একজন তিনি। ওই আসরে লং জাম্প, দৌড়, গোলক নিক্ষেপে অংশ নিয়ে দেশকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক এনে দেন লিপি। চীনে ২০০৭ এর বিশেষ অলিম্পিক্ওে জেতেন স্বর্ণ ও রৌপ্য। এক সময়ের মাঠ কাঁপানো এ অ্যথলেটের দিন কাটছে চার দেয়ালের এই ছোট্ট ঘরে। অতিরিক্ত কোলেস্টোরেলে শরীরে বাসা বেধেছে নানা রোগ। বুদ্ধি প্রতিবন্ধী হয়েও অলিম্পিক জয়ী এই অ্যাথলেটের পাশে দাড়ানোর কেউ নেই। তাই নিরুপায় হয়ে লিপির চিকিৎসার জন্য সাহায্য চাইলেন শারমিনের বাবা। সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে প্রতিভা গুণে বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরেছেন শারমিন লিপি। সুস্থ্য হতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন লিপি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি