ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

স্তন ক্যান্সারের গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতির দাবি

প্রকাশিত : ১০:৩৭, ৩ মে ২০১৬ | আপডেট: ১০:৩৭, ৩ মে ২০১৬

স্তন ক্যান্সারের গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছেন, ব্রিটেনের একদল গবেষক। আক্রান্ত ৫শ’ ৫৬ জন নারীর উপর করা গবেষণায় দেখা গেছে, মানবদেহের জিনোমে থাকা ২০ হাজার জিনের মধ্যে ৯৩টি জিনের পরিবর্তন হলেই, তা স্তন ক্যান্সারে রূপ নেয়। এই গবেষণা স্তন ক্যান্সারে আক্রান্তদের বাঁচাতে বড় ধরণের ভূমিকা রাখবে বলে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা। ভয়াবহ মরণব্যাধির নাম ব্রেস্ট ক্যান্সার। কিন্তু প্রতিকার দূরে থাক, এ’ সম্পর্কে খুব কমই ধারণা আছে মানুষের। পরিসংখ্যান বলছে, যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ৬০ হাজার নারী আক্রান্ত হচ্ছে স্তন ক্যান্সারে। এরমধ্যে মৃত্যু হয় অন্তত ১২ হাজারের। তবে আশার কথা, এই রোগের সঠিক কারণ নির্ণয় করেছেন, ক্যামব্রিজের স্যাংগার ইন্সটিটিউটের একদল গবেষক। বিজ্ঞান বিষয়ক সাময়িকী ন্যাচারে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মানবদেহের জিনোমে থাকা শ’খানেক জিনের পরিবর্তনের ফলে স্তনের সুস্থ কোষ রূপ নেয় ক্যান্সারে। এর মধ্যে সম্পূর্ণ নতুন ৫টি জিন শনাক্ত করতে সক্ষম হয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। গবেষক দলের প্রধান স্যার মাইক স্ট্রাটন জানান, স্তন ক্যান্সারের চিকিৎসায় এই গবেষণা একটি মাইলফলক। দ্রুত ওষুধ তৈরির জন্য গবেষণার ফলাফল এরইমধ্যে ল্যাবে পাঠানো হয়েছে। জিনের এই অস্বাভাবিক পরিবর্তনের বিষয়ে বিজ্ঞানীরা কিছুটা ধারণা পেলেও, রহস্য দূর হয়নি। স্তন ক্যান্সারের ভয়াবহতা থেকে মুক্তি পেতে চিকিৎসার পাশাপাশি সচেতনতা তৈরি করা প্রয়োজন বলে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি