ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

শুষ্ক মৌসুম পার হলেও খাল খননের কাজ শেষ হয়নি

প্রকাশিত : ১০:৫৫, ৩ মে ২০১৬ | আপডেট: ১০:৫৫, ৩ মে ২০১৬

শুষ্ক মৌসুম পার হতে চললেও এখনো খাল খননের কাজ শেষ করতে পারেনি চট্টগ্রাম সিটি করপোরেশন। এতে এবারো বর্ষায় জলাবদ্ধতার আশংকা করছে নগরবাসী। তবে, সিটি মেয়র বলছেন, এবার অন্য বছরের তুলনায় বেশি মাটি অপসারণ করে রেকর্ড করেছে করপোরেশন। এছাড়া, বিভিন্ন খালের মুখে স্লুইস গেট নির্মাণের প্রক্রিয়া চলছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তি হবে না বলেও আশাবাদী মেয়র। বর্ষায় জলাবদ্ধতা নিরসনে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নগরীর বিভিন্ন ওয়ার্ডে খাল ও নালা নর্দমার মাটি অপসারণের কাজ শুরু করে চট্টগ্রাম সিটি করপোরেশন- চসিক। চসিকের প্রকৌশল বিভাগের তথ্য মতে, এই খনন কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। তবে, চাক্তাই খালের চকবাজার ফুলতলা এলাকা, ডাইভারসন খাল, বহদ্দারহাট পুলিশ বিট সংলগ্ন অংশ, মিয়াখান নগর, চশমা খাল, মির্জা খাল, হিজড়াখালসহ বেশ কিছু এলাকায় খালের মাটি খনন কাজ এখনো শেষ হয়নি। আবার কোথাও কোথাও খননের পর মাটি ফেলা হয়েছে খাল-নালার পাশেই। যথাসময়ে মাটি সরিয়ে না নেয়ায় তা আবারো খালে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, খাল ও নালা নর্দমা থেকে প্রয়োজন অনুপাতে মাটি উত্তোলন করেনি করপোরেশন। এতে বর্ষায় আগের মতোই জলাবদ্ধতার আশংকা করছেন তারা। তবে, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন জানিয়েছেন, দরপত্র আহ্বান ও কার্যাদেশসহ বিভিন্ন প্রক্রিয়াগত কারণে খাল খননে কম সময় পেলেও, এবার সিটি করপোরেশনের ইতিহাসে সবচেয়ে বেশি মাটি উত্তোলন করা হয়েছে। নগরীর খাল ও নালা নর্দমায় বাসা বাড়ির আবর্জনা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি