ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

আগামী ৭ই মে চতুর্থ দফা ইউপি নির্বাচন

প্রকাশিত : ১১:৫৮, ৩ মে ২০১৬ | আপডেট: ১১:৫৮, ৩ মে ২০১৬

আগামী ৭ই মে চতুর্থ দফা ইউপি নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইউনিয়নগুলোতে প্রচার চলছে পুরোদমে। মহল্লার এ’ প্রান্ত থেকে ও’ প্রান্তে ছুটে প্রার্থীরা চাইছেন ভোট, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্র“তি। বিভিন্ন এলাকায় প্রার্থীদের মধ্যে রয়েছে পরস্পর বিরোধী অভিযোগ। তবে, সব ছাপিয়ে ভোটাররা চান নির্বাচিত প্রতিনিধি যেন এলাকার জন্য কাজ করেন। নির্বাচনের দিন যতো ঘনিয়ে আসছে, ততই সরগরম হয়ে উঠছে চতুর্থ দফা তালিকায় থাকা ইউনিয়ন পরিষদের এলাকাগুলো। আপস...। নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোমর বেঁধে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থীরা শক্ত অবস্থানে থাকলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে বিএনপি ও সতন্ত্র পার্থীরাও। এসব ইউনিয়নে মোট ৫২টি কেন্দ্রে হবে ভোট। ভোটার ৯২ হাজার ৬২৬ জন। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এবার ভোট হবে ১৬ ইউনিয়নে। এসব ইউনিয়নে আওয়ামী লীগের ১৫জন, বিএনপির ৪জন, ইসলামী আন্দোলনের ২ জন এবং স্বতন্ত্র হিসেবে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে এলাকা। আর দিনভর চলছে মাইকিং। তবে ভোটারদের আশা, নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করবে প্রশাসন। ভৈরবের ৭টি ইউনিয়নে এবার হচ্ছে ভোট। নির্বাচনী এলাকাগুলোর মোট ভোটার ১ লাখ ২০ হাজার ৬শ’ ৬৬ জন। দিন রাত পাল্লা দিয়ে গনসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্র“তি। প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা চলছে হাট বাজারের চায়ের দোকানে। ভোটররা চান, এলাকার উন্নয়নে যেন কাজ হয়। গেল কয়েক দফা র্নিবাচনে বিভিন্ন জায়গায় সহিংসতায়, ভোটের পরিবেশ নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন সাধারণ ভোটাররা। তাই নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠ হবে, এটিই সবার প্রত্যাশা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি