ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

তাইওয়ানে ভূমিকম্পে নিহত ৩, আহত শতাধিক

প্রকাশিত : ০৯:৫০, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ০৯:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০১৬

তাইওয়ানে ভূমিকম্পে মারা গেছে তিন জন, আহত হয়েছে দেড় শতাধিক। স্থানীয় সময় ভোরে আঘাত হানে ভূমিকম্পটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৪। ভূমিকম্পে কয়েকটি ভবন ধসে পড়ে। এর মধ্যে দক্ষিণ তাইনান সিটির আবাসিক এলাকায় ১৭ তলা একটি ভবন ধসে এক শিশুসহ তিন জনের মৃত্যু হয়। ভবনের নিচে আটকা পড়েছে অনেকে। এখন পর্যন্ত ২২০ জনকে জীবিত উদ্ধার করা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পের সময় ভবনটিতে আড়াইশ’র বেশি মানুষ ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী তাইপে থেকে ৩শ’ কিলোমিটার দূরে। এরআগে শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে আঘাত হানে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। তবে এতে ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি