ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

শেষ সময়ে সারাদেশে মেতে উঠেছে ইউপি নির্বাচনের প্রচারণা

প্রকাশিত : ০৮:৪২, ৫ মে ২০১৬ | আপডেট: ০৮:৪২, ৫ মে ২০১৬

শেষ সময়ে সারাদেশ মেতে উঠেছে ইউপি নির্বাচনের প্রচার প্রচারণায়। নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেই বিভিন্ন স্থানে চলছে গণসংযোগ। রয়েছে পাল্টা-পাল্টি হুমকি আর নানা অভিযোগও। এদিকে সব কিছু ছাপিয়ে ভোটাররা চাইছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। ঝিনাইদহে ইউপি নির্বাচনে ব্যতিক্রমী প্রচার প্রচারনায় নেমেছে নারীরা। মাঠে নেমেছেন তারা পছন্দের চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করতে। ঢাক-ঢোল সানাই বাজিয়ে গানের তালে তালে নেচে গেয়ে ১৫টি ইউনিয়নে চলছে ভোট প্রার্থনা। একই অবস্থা গাইবান্ধায়ও, আসন্ন নির্বাচনকে সামনে রেখে উৎসবের আমেজ পুরো অঞ্চল জুড়ে। শেষ সময়ের প্রচারনায় জমে উঠেছে সদর ও সাদুল্যাপুর উপজেলার ১৭ ইউনিয়ন। প্রচারণায় পুরুষের পাশাপাশি আছেন  নারীরাও। প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের মহোৎসবের মধ্য দিয়ে চলছে পাবনার সুজানগর উপজেলার ১০ ইউনিয়নে শেষ সময়ে নির্বাচনী প্রচারণা। লক্ষ্মীপুরের ৮ টি ইউনিয়নেও ভোট হবে শনিবার। এর মধ্যে ৫টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান পদে ৫ প্রার্থী নির্বাচিত হওয়ার পথে। অন্য ইউনিয়নগুলোর প্রার্থীরা বাল্য বিবাহ, ইভটিজিং রোধসহ নারী উন্নয়নের আশ্বাস দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। মৌলভীবাজারে রাজনগরের ৮টি ও কুলাউড়ার ৬টি ইউনিয়নে গনসংযোগ আর ঘরোয়া সভায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। আর ভোটাররা বেছে নিতে চাইছেন যোগ্য প্রার্থী। জামালপুরের ২টি উপজেলার ৯টি ইউনিয়নেও ভোট  হবে। শেষ সময়ে নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয়াসহ নানা অভিযোগ থাকলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী সবাই।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি