ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

চট্টগ্রামে ‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ শ্লোগানে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

প্রকাশিত : ০৯:০৫, ৫ মে ২০১৬ | আপডেট: ০৯:০৫, ৫ মে ২০১৬

‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ এই শ্লোগানে চট্টগ্রামে বুধবার থেকে চলছে দুই দিনের বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। মেলায় নিজেদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশ নিচ্ছে শতাধিক তরুন বিজ্ঞানী। বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষেই এ আয়োজন বলে জানান আয়োজকরা। সৃষ্টিশীলতা ও উদ্ভানী শক্তি কাজে লাগিয়ে পচনশীল ও পরিবেশ বান্ধব পলিথিন আবিষ্কারের ধারণা নিয়ে মেলায় ‘বায়ো ডিগ্রেডেবল স্টিক’ শিরোনামে চমকপ্রদ প্রজেক্ট উপস্থান করেছে কুমিল্লা জিলা স্কুলের নবম শ্রেণীর পাঁচ শিক্ষার্থী। মোবাইলের জিপিআরএস ও জিপিএস পদ্ধতি ব্যবহার করে কিভাবে যানজট সমস্যার সমাধান করে জনদুর্ভোগ কমানো যায় তার ধারণা দিতে ‘ডিজিটাল ট্রাফিক কন্ট্রোল’ প্রজেক্ট এনেছে ব্রাক্ষ্মনবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের তরুণ উদ্বাভাবকরা। এসবের পাশাপাশি ‘গ্রিন সিটি ও ক্লিন সিটি’, লাইফ সেফটি রোবট, ভ’মিকম্প অ্যালার্ম’সহ শতাধিক উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে এসেছেন চট্টগ্রাম বিভাগের  বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষার্থীরা। নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয়বারের মতো আয়োজিত এ মেলায় এসব আবিষ্কার দেখতে ভীড় করেছে শির্থীক্ষার্থীরা। আয়োজকরা বলছেন, শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান সম্পর্কে আগ্রহ সৃষ্টি আর বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তুলতেই এ ধরনের আয়োজন। এছাড়া পরবর্তীতে তরুণ উদ্ভাবক ও গবেষক তৈরিতেও এ মেলা ভ’মিকা রাখবে বলে আশাবাদী আযোজকরা। নগরীতে তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করেছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট। মেলা চলবে বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি