ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

যুদ্ধাপরাধীদের রায় অনতিবিলম্বে কার্যকরের দাবি ইমরান এইচ সরকারের

প্রকাশিত : ১৮:৪৬, ৫ মে ২০১৬ | আপডেট: ১৮:৪৬, ৫ মে ২০১৬

যুদ্ধাপরাধীদের বিচার দীর্ঘায়িত না করে অনতিবিলম্বে মীর কাসেম, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ বাকিদের আপিল শুনানী দ্রুত শেষ করে রায় কার্যকরের দাবি জানিয়েছেন গণ-জাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে গণ-জাগরণ মঞ্চ। নিজামীর রিভিউ’র রায় উপলক্ষে সকাল থেকেই শাহবাগে জড়ো হয় সংগঠনের কর্মীরা। রিভিউ খারিজের খবর পৌঁছালে উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। পরে গণজাগরণ মঞ্চের কর্মীরা আনন্দ মিছিল বের করেন। টিএসসি ঘুরে মিছিলটি আবার শাহবাগে এসে শেষ হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি