ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

২ হাজার ভ্যান ও প্রতিটি ঘরে ময়লা রাখার ঝুড়ি দেয়ার কথা জানিয়েছেন আ জ ম নাছির উদ্দীন

প্রকাশিত : ১২:২২, ৭ মে ২০১৬ | আপডেট: ১২:২২, ৭ মে ২০১৬

চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সিটি মেয়রের আহ্বানে সহায়তার হাত বাড়িয়েছেন শিল্পপতি, ব্যাংকার ও করপোরেট হাউসের প্রতিনিধিরা। তাদের সহায়তায় আগস্ট থেকে নগরীর প্রতিটি ঘরে নির্দিষ্ট ডিজাইনের ২০ লাখ ময়লা রাখার ঝুড়ি ও দুই হাজার ভ্যান দেয়ার কথা জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন<ংঃৎড়হম>। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে গতিশীল করতে চট্টগ্রামের  শিল্পপতি, ব্যাংকার ও বিভিন্ন করপোরেট হাউসের সাথে সপ্তাহখানেক আগে প্রথমবারের মতো মতবিনিময় করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এতে তিনি চট্টগ্রাম নগরীকে বিশ্বমানের নগরীতে পরিণত করতে ‘ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ’ কার্যক্রমে তাদের সহযোগিতা চান। নগরীর প্রতিটি বাসা থেকে পচনশীল ও অপচনশীল বর্জ্য সংগ্রহে দুইটি করে  বিনসহ মোট ২০ লাখ বিন ও ২ হাজার রিকশা ভ্যানের চাহিদার কথা তুলে ধরেন মেয়র। চট্টগ্রাম মহানগরের  ইতিহাসে প্রথমবারের মতো কোনো মেয়রের এ ধরণের আহ্বানে ব্যাপক সাড়া পড়েছে। এগিয়ে আসেন শিল্পপতি, ব্যাংকার ও কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তবে এ ধরনের পদক্ষেপ সফল করতে নিয়মিত মনিটরিংয়ের পরামর্শ দিয়েছেন তারা। তবে এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ কিংবা চেক নেওয়া হবে না, শুধু নির্দিষ্ট ডিজাইনের ময়লা ফেলার ঝুড়ি ও ভ্যান নেওয়া হবে বলে জানান মেয়র। চলতি বছরের মধ্যেই পুরো নগরীকে এ কার্যক্রমের আওতায় এনে বন্দরনগরী থেকে উন্মুক্ত ডাস্টবিন সম্পূর্ণভাবে তুলে ফেলার কথাও জানান মেয়র।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি