ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে ১৪ ইউনিয়নের ভোটে কেন্দ্র দখল, জাল ভোট ও ব্যালট ছিনতাই

প্রকাশিত : ১১:১২, ৮ মে ২০১৬ | আপডেট: ১১:১২, ৮ মে ২০১৬

চট্টগ্রামের হাটহাজারির ১৪ ইউনিয়নের ভোটে কেন্দ্র দখল, জাল ভোট ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ধলই ইউনিয়নের ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়। ভোটগ্রহণের সময় হাটহাজারীতে একটি ৯ এমএম পিস্তল, ১৫রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আইনশৃংখলা রক্ষাবাহিনীর হাতে আটক হন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। উপজেলার সোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পশ্চিম এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, হেদাই চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্র দখল করে ব্যালেট ছিনতাইয়ের ঘটনা ঘটে। এদিকে বিভিন্ন ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী ও সমর্থকদের উপর হামলার অভিযোগ করেছে বিএনপি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি