সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সংসদ সদস্যদের বক্তব্যকে আবেগের বহিঃপ্রকাশ
প্রকাশিত : ১৫:৩০, ৮ মে ২০১৬ | আপডেট: ১৫:৩০, ৮ মে ২০১৬
সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে জাতীয় সংসদে সংসদ সদস্যদের বক্তব্যকে আবেগের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এ কারণে সংসদ ও বিচার বিভাগের মুখোমুখি হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন তিনি।
সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আদালত যে রায় দিয়েছেন এবং এর পরিপ্রেক্ষিতে এমপিরা যা বলেছেন, তাতে সংসদ ও আদালত মুখোমুখি হবে না। তিনি বলেন, সংসদ সদস্যদের কথায় কারো কারো আঘাত লাগতে পারে। কিন্তু এটা আদালত অবমাননা নয়। কারণ সংসদের ভেতরে যেসব কথাবার্তা হয় তা আদালত অবমাননার মধ্যে পড়ে না।
আরও পড়ুন