ঢাকা, শনিবার   ০৯ নভেম্বর ২০২৪

শুল্ক প্রশাসনে রদবদল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

শুল্ক প্রশাসনে রদবদল করাসহ একজনকে পদোন্নতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  এতে  মইনুল খানসহ ছয় জনের দপ্তর পরিবর্তন করা হয়।

রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর সচিব (শুল্ক ও ভ্যাট প্রশাসন-১) মো. শামসুদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাজস্ব প্রশাসনকে আরও গতিশীল এবং করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর মধ্যে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব থাকা মইনুল খানকে ঢাকা শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনার করা হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (পশ্চিম) কমিশনার থেকে সহিদুল ইসলামকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

এছাড়া ঢাকা শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের কমিশনার থেকে এসএম হুমায়ুন কবিরকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকায় (পশ্চিম) বদলি করা হয়েছে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (উত্তর) কমিশনার থেকে মাসুদ সাদিককে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনায় বদলি করা হয়েছে।

ঢাকা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য (কমিশনার) থেকে জাকিয়া সুলতানাকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকায় (উত্তর) বদলি করা হয়েছে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার কমিশনার থেকে কেএম অহিদুল আলমকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল, ঢাকার সদস্য (টেকনিক্যাল) করা হয়েছে।

অপর এক  আদেশে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাসকে পদোন্নতি দিয়ে মংলা কাস্টমস হাউসে কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি