ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে প্রকট হয়ে উঠেছে পানির সংকট

প্রকাশিত : ১০:২৭, ৯ মে ২০১৬ | আপডেট: ১০:২৭, ৯ মে ২০১৬

গ্রীস্মের শুরুতেই বন্দরনগরী চট্টগ্রামে পানির সংকট প্রকট হয়ে উঠেছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। তবে পানি সমস্যা সমাধানে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার কথা জানিয়েছে ওয়াসা। নগরবাসীকে আগামী জুন-জুলাই পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন সংস্থটির ব্যবস্থাপনা পরিচালক। চট্টগ্রাম ওয়াসার দেয়া তথ্য অনুযায়ী বন্দরনগরীতে দৈনিক পানির চাহিদা ৫০ কোটি লিটার। কিন্তু ওয়াসা সরবরাহ করছে চাহিদার অর্ধেকেরও কম, মাত্র ২২ কোটি লিটার। আর গ্রীস্মে পানির  এই চাহিদা বেড়ে যাওয়ায় নগরীতে পানির জন্যে রীতমতো হাহাকার চলছে। পানি না পাওয়ায় গৃহস্থালী কাজসহ দৈনন্দিন কাজ সারতে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। রাত-দিন লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না ওয়াসার পানি। এদিকে চট্টগ্রামে পানির এই ভয়াবহ সংকটের কথা স্বীকার করে সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। তিনি জানিয়েছেন, এসব প্রকল্পের কাজ শেষ হলে আগামী জুন থেকে নগরীর পানি সমস্যা কিছুটা কমে আসবে। তবে স্বল্প, দীর্ঘ এবং মধ্যমেয়াদী পরিকল্পনা বাস্তায়নের মাধ্যমে পানি সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন নগরবাসী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি