পল্লী উন্নয়ন বোর্ড বিল পাস
প্রকাশিত : ২২:২১, ২৬ ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে আরো শক্তিশালী ও আইনী কাঠামোয় আনতে প্রয়োজনীয় বিধান করে সংসদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিল-২০১৮ পাস করা হয়েছে।
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে বিদ্যমান আইনে প্রতিষ্ঠিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বহাল রেখে এর প্রধান কার্যালয় ঢাকায় রাখার বিধান করা হয়েছে। বিলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে চেয়ারম্যান করে ১৪ সদস্যের বোর্ড গঠনের বিধান করা হয়।
বিলে বোর্ডের সভা, বোর্ডের কার্যাবলী, মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা নিয়োগ, বোর্ডের তহবিল, তহবিলের অর্থের উৎস, ঋণ গ্রহণের ক্ষমতা, বাজেট, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, প্রশাসনিক স্তর, কর্মচারী নিয়োগ, বার্ষিক প্রতিবেদন, ক্ষমতা অর্পণ, বিধি-প্রবিধি, প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।
জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন ও বেগম রওশন আরা মান্নান বিলের ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়। সূত্র: বাসস
/আর/
আরও পড়ুন