হঠাৎ বৃষ্টি...
প্রকাশিত : ২২:৪৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৮
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ সোমবার রাতে হঠাৎ করেই মৌসুমী বৃষ্টিপাত হয়েছে। মুষলধারের বারিধারার সাথে পাগলা হাওয়া আর মাঝে মাঝে মেঘের ডাকে রোমান্টিক উপন্যাসের এক চিত্রপটই যেন ফুটে উঠেছিল এসময়।
শীত শেষ হওয়ার পর বসন্তের প্রথম দিকে যখন চৈত্রের উত্তাপ ফিরে আসার আভাস দিচ্ছে তখন ফাগুনের রাতে এই বৃষ্টি ছিল অনেকটাই স্বস্তির।
৬ মিলিমিটার এই বৃষ্টিপাত প্রায় ঘন্টাব্যাপী সময় ধরে ভিজিয়ে যায় নগরবাসীকে।
আজ ভোরের দিকে ঠাণ্ডা বাতাস ও বজ্রপাতের সাথে বৃষ্টি হলেও রাতের বৃষ্টি ছিল অনেকটাই আকস্মিক। এসময় বৃষ্টি বরণে অপ্রস্তুত পথচারীদের অনেককেই ভিজে যেতে দেখা যায়।
রাজধানীতে চলমান “অমর একুশে গ্রন্থমেলা-২০১৮” থেকে বের হয়ে আসা মাত্রই বৃষ্টির কবলে পরেন ইডেন কলেজের ছাত্রী মিথিলা আফরিন। সাথে থাকা সদ্য কেনা বইগুলো বাঁচাতে দৌড়ে গাড়ির কাছে আসতে আসতে ভিজে কাঁক মিথিলা। পরে বই গাড়িতে রেখেই বৃষ্টির অঝোর ধারায় আরও কিছুক্ষণ ভিজতে দেখা যায় তাকে।
বৃষ্টি কিছুটা কমে আসলে মিথিলার সাথে কথা হয় ইটিভি অনলাইনের প্রতিবেদকের সাথে। এসময় মিথিলা বলেন, “এমন হঠাৎ করেই বৃষ্টি নামবে বুঝতেই পারিনি। গুড়ি গুড়ি ফোঁটা দিয়ে শুরু হলেও কোথাও গিয়ে দাড়াতাম। বই মেলায় ঘোরার জন্য শাড়ি পরে এসেছিলাম। যখন দেখলাম ভিজেই গেছি তখন ভাবলাম তাহলে আরও ভিজি। অনেকটা বাংলা চলচিত্র হঠাৎ বৃষ্টির মত মনে হচ্চিল”।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, বৃষ্টিপাতের সময় রাজধানীর তাপমাত্রা হ্রাস পেয়ে ১৯ দশমিক তিন ডিগ্রীতে অবস্থান করছিল। যা আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা। এসময় ৪ নটিক্যাল মাইল গতিতে বাতাস প্রবাহিত হয়।
আগামীকাল মঙ্গলবারও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
আরও পড়ুন