ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

‘দুর্নীতির করালগ্রাস থেকে বের হতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:০২, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

দুর্নীতি দমন কমিশনের (দুদক)চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আমাদের দুর্নীতির করালগ্রাস থেকে বের হতে হবে। আপনারা নির্ভয়ে, জনগণের কল্যাণে কাজ করবেন। আপনারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন তাহলে দেশের উন্নতি হবে না। তিনি মঙ্গলবার দুদকের সম্মেলন কক্ষে সরকারি উন্নয়ন ও নির্মাণ কাজ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকৌশল দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন

অনুষ্ঠানে বিদ্যুৎ খাতের দুর্নীতি প্রসঙ্গে ইকবাল মাহমুদ বলেন, বিদ্যুৎখাতে হাজার হাজার অভিযোগ রয়েছে। কোন কোন জায়গাতে বিদ্যুতের মিটার দেওয়া হয়নি, মিটার ছাড়া লাইন, খুঁটির সমস্যাসহ আরো অনেক অভিযোগ।

প্রকৌশল দফতরের কর্মকর্তাদের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, আপনারা প্রভাবশালীদের কোনো তদবির শুনবেন না। এমন তদবির আসলে আমাদের জানাবেন, আপনাদের পরিচয় গোপন রাখব। আমি গ্যারান্টি দিচ্ছি তাদের আইনের আওতায় আনব, তবে আপনারা আইন ভঙ্গ করবেন না, প্রভাবিত হবেন না। তিনি প্রকৌশল বিভাগকেও দুর্নীতি ব্যাপারে সতর্ক করে দেন।

এ সময় উপস্থিত ছিলেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবাল, কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম, দুদক সচিব শামসুল ইসলাম প্রমুখ।

/আর / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি