ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

নিজামীর ফাঁসির খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রকাশ

প্রকাশিত : ০৯:৩২, ১১ মে ২০১৬ | আপডেট: ০৯:৩২, ১১ মে ২০১৬

যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসির খবর ফলাও করে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিবিসি, আল জাজিরা ও পাকিস্তানের ডন নিজামীর ফাঁসির খবরকে প্রধান শিরোনাম করেছে। এছাড়া গার্ডিয়ানও তাদের অনলাইন সংস্করণে সংবাদটি গুরুত্বের সঙ্গে ছেপেছে। এছাড়া, বুদ্ধিজীবী হত্যার নীল নকশাকারী আলবদর কমান্ডারের ফাঁসিতে  সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্বস্তি জানিয়েছেন মানুষ। রাত ১২টা ১০ মিনিটে কার্যকর হয় আলবদর কমান্ডার নিজামীর ফাঁসি। খবরটি গুরুত্ব দিয়ে প্রকাশ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিবিসি টেলিভিশন ছাড়াও অনলাইন সংস্করণের প্রধান সংবাদ হয়েছে নিজামীর ফাঁসি। যদিও বিবিসি যুদ্ধাপরাধী নিজামীর পরিচয় দিয়েছে ইসলামী নেতা হিসেবে। শিরোনামে বলেছে, মতিউর রহমান নিজামী: বাংলাদেশী ইসলামী নেতার ফাঁসি। বিবিসির মতোই শিরোনাম করেছে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের অনলাইন সংস্করণ। তাদের শিরোনাম: বৃহৎ ইসলামী দলের নেতাকে ফাঁসিতে ঝুলালো বাংলাদেশ। আল জাজিরা শিরোনামে বলেছে, যুদ্ধাপরাধের দায়ে মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাংলাদেশ। তাদের রিপোর্টে বলা হয়েছে গণহত্যা ধর্ষণ এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়ে নিষিদ্ধ জামাতে ইসলামী প্রধানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একাত্তরে যে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে নিজামী বুদ্ধিজীবী নিধন করেছিলো সেই পাকিস্তানি দৈনিক দ্য ডনও ফাঁসির খবরটিকে গুরুত্ব দিয়ে ছেপেছে। তাদের প্রধান খবরই ছিলো নিজামীর ফাঁসি। তাদের শিরোনাম: একাত্তরের যুদ্ধাপরাধে জামাতে ইসলামীর শীর্ষ নেতার ফাঁসি কার্যকর করলো বাংলাদেশ। এদিকে নিজামীর ফাঁসিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্বস্তি জানিয়েছেন বহু মানুষ। একবাক্যে প্রায় সবাই বলেছেন, বদর কমান্ডারের ফাঁসি কার্যকরে কলঙ্কমুক্ত হলো বাংলাদেশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি