ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

বাঘের ওপর বিশেষ গুরুত্ব

আজ সারা দেশে পালিত হচ্ছে বন্য প্রাণী দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ৩ মার্চ ২০১৮

আজ ৩ মার্চ। বিশ্ব বন্য প্রাণী দিবস। বিশ্বের বন্য প্রাণী ও উদ্ভিদ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ২০১৩ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর এই দিনটি বিশ্ব বন্য প্রাণী দিবস পালিত হয়ে আসছে। ‘বাঘজাতীয় প্রাণীরা আজ বিপন্ন, তাদের রক্ষায় এগিয়ে আসুন’- এই স্লোগান সামনে রেখে আজ সারা দেশে পালিত হচ্ছে বন্য প্রাণী দিবস।

সামগ্রিকভাবে বন্য প্রাণীকে উপজীব্য করে এদের রক্ষায় আহ্বান জানানো হলেও আজকের দিনে বাঘের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশ্ব বন্য প্রাণী তহবিলের হিসাব অনুযায়ী, ১৯০০ সালে বিশ্বে বাঘের সংখ্যা ছিলো প্রায় ১ লাখ। ২০১৪ সালে তা কমে ৪ হাজারে নেমে আসে। বাংলাদেশে ২০০৪ সালে জরিপে বলা হয়, সুন্দরবনে বাঘের সংখ্যা ৪৪০। ২০১৪ সালে সর্বশেষ জরিপে বলা হয় বাঘের সংখ্যা ১০৬।

বন্য প্রাণী দিবস উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে গাজীপুরে নবনির্মিত ওয়াইল্ডলাইফ সেন্টারে শিশু-কিশোর সামাবেশ ও সেমিনার হবে।

সরকার ইতোমধ্যে বন্যপ্রাণী রক্ষার্থে কিছু ভালো পদক্ষেপ গ্রহণ করেছেন। তন্মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ পাস হয়েছে।

একে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি