ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করতে সিলেট যাচ্ছে সিটিটিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৩, ৩ মার্চ ২০১৮

বিশিষ্ট লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতের ঘটনায়  আটক যুবককে জিজ্ঞাসাবাদ করতে সিলেট যাচ্ছে জঙ্গি দমনে পুলিশের বিশেষায়িত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)।

সিটিটিসির উপ-কমিশনার মহিবুল ইসলাম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার রাতের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছাবে বলে জানা গেছে।

এর আগে শনিবার বিকেলে ক্যাম্পাসের মুক্তমঞ্চে জাফর ইকবালের ওপর ছুরি দিয়ে তার বুক, গলা এবং মাথায় আঘাত করা হয়। এ হামলার পর রক্তাক্ত অবস্থায় ড. মুহম্মদ জাফর ইকবালকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার একটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

পরে প্রধানমন্ত্রীর নির্দেশে শনিবার রাতে বিমানবাহিনীর একটি এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। 

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি