সাবেক রাষ্ট্রদূত আশফাক আর নেই
প্রকাশিত : ১০:২৯, ৪ মার্চ ২০১৮
স্বনামধন্য কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান (৭০) আর নেই। শনিবার বিকালে হৃদরোগে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকারে তিনি দুই মেয়ে রেখে গেছেন।
আশফাকুর রহমান ১৯৪৮ সালের ১০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি সিভিল সার্ভিস অব পাকিস্তান (সিএসপি) প্রশাসন ক্যাডারের ১৯৭০ ব্যাচের কর্মকর্তা ছিলেন। স্বাধীনতার পর তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অধীনে কাজ করেছেন। পরে তার চাকরি ফরেন সার্ভিসে ন্যস্ত করা হয়। তিনি চীন ও জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন।
এছাড়া ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অবসরের পর তিনি কূটনৈতিক বিশ্লেষক হিসেবে সমাদৃত ছিলেন।
/ এআর /
আরও পড়ুন