দু’দিন ব্যাপি সৌখিন কবুতরের প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন
প্রকাশিত : ১৫:২০, ১২ মে ২০১৬ | আপডেট: ১৫:২০, ১২ মে ২০১৬
দু’দিন ব্যাপি সৌখিন কবুতরের প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ফেন্সি পিজন ব্রিডার্স এসোসিয়েশন।
সকালে জাতীয় প্রেসক্লাবে এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজনের উদ্বোধন করেন মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। সাধারন মানুষের কাছে বৈচিত্রময় কবুতর এবং ব্রিডারদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্য এই আয়োজন করে ফেন্সি পিজন ব্রিডার্স এসোসিয়েশন। দেশ ছাড়িয়ে বিদেশে রপ্তানী যোগ্য এই শিল্প বিকাশে সকলকে এগিয়ে আসার অহ্বান জানান আয়োজকরা। প্রদর্শনীতে জেকোবিন, কিং, পর্টার, আমেরিকান ফেন্টাইলসহ বিভিন্ন প্রজাতির কবুতর প্রদর্শনের জন্য রাখা হয়েছে।
আরও পড়ুন