ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

শঙ্কামুক্ত জাফর ইকবাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ৪ মার্চ ২০১৮

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল এখন  অনেকটাই আশঙ্কামুক্ত। এছাড়া সংক্রমণ এড়াতে সিএমএইচে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে।

রোববার সকালে সিএমএইচের এডমিশন ব্লকের ৩ তলায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মিলিত সামরিক হাসপাতালের এরিয়া কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমান বলেন, রোববার সকাল ৯টায় মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে দেখতে যান। তিনি সুস্থ আছেন। তার মানসিক অবস্থাও ভালো আছে। এখন তিনি স্বাভাবিক কথাবার্তা বলছেন।

উল্লেখ্য, গতকাল শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন ড. জাফর ইকবাল। জনতার হাতে আটক হামলাকারীর নাম ফয়জুর রহমান। সে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কালিয়ার কাপন গ্রামের আতিকুল ইসলামের ছেলে। হামলাকারী ফয়জুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুমারগাঁও বাসস্ট্যান্ডের কাছে শেখপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতো।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি