ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৮:০৯, ১২ মে ২০১৬ | আপডেট: ১৮:০৯, ১২ মে ২০১৬

যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ব্লুম বার্নিকাট। রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের অনুষ্ঠানে এ’কথা বলেন তিনি। বার্নিকাট বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি সত্যিই প্রসংশনীয়। অগ্রগতির এই ধারা ধরে রাখতে সরকারি বেসরকারি অংশিদারিত্বের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন তিনি। এ’সময় সরকারের বিভিন্ন নীতির প্রশংসা করেন এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি