শবে-বরাতকে কেন্দ্র করে আরেক দফা বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম
প্রকাশিত : ১৪:৫৬, ১৩ মে ২০১৬ | আপডেট: ১৪:৫৬, ১৩ মে ২০১৬
রমজানের আগে পবিত্র শবে-বরাতকে কেন্দ্র করে আরেক দফা বেড়েছে ছোলা, বুটের ডাল, চিনি সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে পোলাওয়ের চাল এবং লবনও। ভারতীয় রসুনের দাম ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। তবে, সবজির বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে।
রমজানের আগে পবিত্র শব বরাত উপলক্ষেই আরেক দফা বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। আর দাম বৃদ্ধির জন্য বিক্রেতাদের সেই পুরোনো অজুহাত।
বাজারে গেলো সপ্তাহের মতই দাম রাখা হচ্ছে পেঁয়াজ, আদার। তবে, দাম বেড়েছে রসুঁন ও জিরার। ভারতীয় রসুঁন খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকা করে।
বাজারে ডালা সাজানো হরেক রকমের মাছে। তবে, ছুটির দিনকে কেন্দ্র করে মাছের দাম বিক্রেতারা বাড়িয়ে দেন বলে অভিযোগ ক্রেতাদের।
সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানালেন ক্রেতা-বিক্রেতারা। বেগুন, টমেটো, শষা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০ টাকা দরে। আর কাঁচামরিচের কেজি ৪০ টাকা।
এদিকে ব্রয়লার মুরগীর দাম এ সপ্তাহে কেজিতে বেড়েছে ১০ টাকা। আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস।
আরও পড়ুন