ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

‘স্বতঃপ্রণোদিত হয়েই জাফর ইকবালের ওপর হামলা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ৫ মার্চ ২০১৮

হামলাকারী সেলফ রেডিক্যালাইজড (স্বতঃপ্রণোদিত) হয়েই প্রখ্যাত লেখক ও শিক্ষাবিদ ড. জাফর ইকবালের ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।আজ সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী ছাত্র সমাবেশ এবং কনসার্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন জাবেদ পাটোয়ারী।
ড. জাবেদ পাটোয়ারী বলেন, আমরা হামলাকারীকে জনগণ ও শিক্ষার্থীদের সহায়তায় গ্রেফতার করেছি। হামলাকারীর বিষয়ে বিস্তারিত জানতে তার পরিবার ও স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদ্দুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার বলেন, তিন দিন আগে ড. জাফর ইকবালের ওপর হামলা হয়েছে। হামলাকারী ফয়জুর ধরা পড়েছে। আমরা তদন্ত করছি। এর পৃষ্ঠপোষক ও নির্দেশদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি নিয়ে কাজ করছে।
গত ৩ মার্চ বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা হয়। ফয়জুর রহমান নামের এক তরুণ ছুরি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এরপর তাঁকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ওই রাতেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয়।
আর / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি