ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

কোপেনহেগেন কনশেনসাস সেন্টারের বেশিরভাগ সুপারিশই উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার তালিকায়

প্রকাশিত : ২০:০৮, ১২ মে ২০১৬ | আপডেট: ২০:০৮, ১২ মে ২০১৬

যক্ষা রোগ প্রতিরোধ, শিশু পুষ্টিসহ কোপেনহেগেন কনশেনসাস সেন্টারের বেশিরভাগ সুপারিশই সরকারের উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডঃ মশিউর রহমান। রাজধানীর ব্র্যাংক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. ফিন কিডল্যান্ড জানান, বাংলাদেশ সরকার এই সুপারিশগুলো বাস্তবায়ন করলে, মধ্যম আয়ের দেশে পৌঁছানোর পথ সহজ হবে। এজন্য টেকসই অর্থনৈতিক ব্যবস্থার ওপর জোর দিয়েছেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ছিলেন সংস্থাটির প্রধান ড. বিয়র্ন লোমবার্গ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি