ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশ হবেঃ ডক্টর ফিন ই. কিডল্যান্ড

প্রকাশিত : ১২:৫৩, ১৩ মে ২০১৬ | আপডেট: ১২:৫১, ১৩ মে ২০১৬

২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে সে ব্যাপারে সন্দেহ নেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ফিন ই. কিডল্যান্ডের। তবে, এজন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনের পাশাপাশি ব্যয় সাশ্রয়ী ব্যবস্থাপনা দরকার বলে মনে করেন তিনি। একুশে টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি সরকারের ডিজিটাল কর্মসূচির ব্যাপক প্রশংসা করেন। পরিবর্তন আর ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। লক্ষ্য ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে নিজেকে তুলে ধরা। এ অবস্থায় আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা কোপেনহেগেন কনসেনসাস জুড়ে দিল উন্নয়নের ৭২টি তালিকা। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প-বাণিজ্য থেকে শুরু করে প্রায় প্রতিটি খাতেই উন্নয়নের তাগিদ দেয়া হয়েছে। তাদের গবেষণাপত্র তৈরিতে সংস্থাটির সাথে ছিলেন নোবেল জয়ী নওরোজিয়ান অর্থনীতিবিদ ড. ফিন ই. কিডল্যান্ড। সব খাতে সুশাসন নিশ্চিত করা গেলে মধ্যম আয়ের দেশ হওয়া খুব দুরে নয় বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। এদিকে, গবেষক সংস্থাটির প্রধান আরেক অর্থনীতিবিদ ড. বিয়র্ন লোমবার্গও পরামর্শ দিলেন ’সাশ্রয়ী ব্যয় ব্যবস্থাপনা  নিশ্চিত করার। সরকারের ডিজিটাল কর্মসূচির প্রশংসা করে নোবেলজয়ী কিডল্যান্ড মনে করেন, লক্ষ্যে পৌছাতে দরকার দেশি-বিদেশী বিনিয়োগকারিদের আস্থা অর্জন করা। সবকিছুরও পরও টেকসই অর্থনীতি অর্থাৎ প্রবৃদ্ধি ধরে রাখাটাকেই মূল চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি