জয়বাংলা স্লোগানে মুখর সোহরাওয়ার্দী
প্রকাশিত : ১৫:৫২, ৭ মার্চ ২০১৮
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসেবে ইউনেসকোর স্বীকৃতি পাওয়ার বিষয়টি উদযাপন করতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা শুরু হয়েছে। মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে তাকে বরণ করে নেন নেতাকর্মীরা।
আজ বুধবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ক্ষমতাসীন দলের আয়োজিত জনসভায় বেলা ৩টায় পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়েছে। এর আশপাশের এলাকাগুলোতেও দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক ভিড় রয়েছে।
এ সময় ডায়াস থেকে শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম স্লোগান দেওয়া হয়। পরে তিনি সভাপতির আসন অলংকৃত করেন। এ সময় জয় বাংলা স্লোগানে মুখরিত হয় সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকা।
আগে দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
একে// এআর
আরও পড়ুন