ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে ব্রাজিলের যৌথ বাহিনীর মহড়া

প্রকাশিত : ১৯:৩৫, ১৩ মে ২০১৬ | আপডেট: ১৯:৩৫, ১৩ মে ২০১৬

রিও অলিম্পিক গেমসকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে মহড়া করেছে ব্রাজিলের যৌথ বাহিনী । রিও ডি জেনিরিও শহরে অনুষ্ঠিত হয় এই মহড়া। সম্ভাব্য যে কোন হামলা মোকাবেলায় এই ধরনের মহড়ার আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অলিম্পিক চলাকালীণ সময়ে খেলোয়াড়, কর্মকর্তা ও পর্যটকদের নিরাপত্তা দিতে বিশেষ বাহিনীকে সব সময় প্রস্তত রাখবে আয়োজকরা। সম্প্রতি ব্রাজিলে বড় ধরনের কোন সন্ত্রাসী হামলা না হলেও আগাম সব প্রস্ততি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। আগামী ৫ থেকে ২১ই আগস্ট পর্যন্ত ব্রাজিলের রিও ডি জেনিরিও শহরে অনুষ্ঠিত হবে এবারের অলিম্পিক গেমস।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি