ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বিএনপি ক্ষমতায় যাওয়ার কৌশল নিয়ে এগুতে চায়

প্রকাশিত : ১১:৩২, ১৪ মে ২০১৬ | আপডেট: ১১:৩২, ১৪ মে ২০১৬

ঘোষিত ভিশন টু থাউজেন্ড থার্টি বাস্তবায়নে আলোচনা, কর্মসূচি বাস্তবায়ন ও আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার কৌশল নিয়ে এগুতে চায় বিএনপি। যদিও চলমান রাজনৈতিক সংস্কৃতিতে এর সাফল্য নিয়ে শংকা রয়েছে দলটির সমর্থক রাজনীতি বিশ্লেষকদের। দীর্ঘ সাত বছর পর গেল ১৯ শে মার্চের জাতীয় সম্মেলন ও কাউন্সিলে  ভিশন টু থাউজেন্ড থার্টি  ঘোষণা করেন দলের চেয়ারপারসন। সব বাধা বিপত্তি উপেক্ষা করে আন্দোলন এগিয়ে নেয়া ও ঘোষিত ভিশন বাস্তবায়নে ক্ষমতায় যাবার পথ তৈরী করতে কাজ শুরু করতে চায় দলটি। নীতি নির্ধারকরা জানান, নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করার কর্মসূচি নামতে চান তারা। যদিও বর্তমান রাজনৈতিক এখনই চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব নয়। কর্মসূচী বাস্তবায়নে দলটি সফলতার মুখ দেখছে না, এমনটি স্বীকার করে নেতারা বলেন, সাংঘর্ষিক রাজনীতি এড়াতে চান তারা। রাজনীতিকে আধুনিক ধ্যান ধারনা ও  অর্থনৈতিক উন্নয়নের ধারার এগিয়ে নেয়ার লক্ষ্য তাদের। বিএনপি রাজনৈতিকভাবে এখন খানিকটা সুসংহত অবস্থানে রয়েছে উল্লেখ করে একে ইতিবাচক রাজনীতির সুফল বলেই মত দিলেন বিএনপি সমর্থক শতনাগরিক কমিটির প্রধান ড.এমাজউদ্দিন আহমেদ। যদিও দেশে ক্ষমতা চিরস্থায়ী করার রাজনীতির চর্চ হচ্ছে বলে মন্তব্য তার। নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ৬৫-৭০ শতাংশ ভোট পাবে বলেও মনে করেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি