পদ্মা সেতুর তৃতীয় স্প্যান বসছে রোববার
প্রকাশিত : ১৯:৩২, ৯ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:৫৫, ৯ মার্চ ২০১৮
সেতুর তৃতীয় স্প্যান বসানোর প্রস্তুতি চলছে। প্রায় তিন হাজার টন ওজনের এবং ১৫০ মিটার লম্বা স্প্যানটি নিয়ে ভারী একটি ক্রেন আজ শুক্রবার মাওয়া থেকে রওনা দিয়েছে। এই স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুর ৪৫০ মিটার দৃশ্যমান হতে চলেছে। এর আগে দৃশ্যমান হয়েছে সেতুর দুইটি স্প্যান।
আগামী রোববার-সোমবার নাগাদ তৃতীয় স্প্যান বসানো হতে পারে বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী।
শুক্রবার মাওয়া থেকে রওনা হয় তিন হাজার টন ওজনের এবং ১৫০ মিটার লম্বা স্প্যানটি। দুপুর ১২টার দিকে সেতুর ৩৫ নম্বর পিয়ারে পৌঁছেছে এটি। আগামীকাল শনিবার এটিকে সেতুর ৩৯ ও ৪০ নম্বর পিয়ারের কাছে নেওয়া হবে।
সেতু কর্তৃপক্ষ জানায়, আজ ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেনে করে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি আনার কাজ শুরু হয়। রোববার (১১ মার্চ) নাগাদ স্প্যানটিকে ৩৯ ও ৪০ নম্বর পিয়ারের ওপর বসানো হতে পারে। ৪০ নম্বর খুঁটির কাজ শেষ করে স্প্যান বসানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। এ রকম ৪১টি স্প্যান জোড়া দিয়েই পদ্মা সেতু তৈরি হবে।
এর আগে ২০১৭ সালের অক্টোবরে প্রথম ও গত ২৮ জানুয়ারিতে দ্বিতীয় স্প্যান বসানো হয়। ওই দুই স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর ৩০০ মিটার দৃশ্যমান হয়েছে জাজিরা প্রান্তে।
সেতুর প্রকৌশলী সূত্রে জানা যায়, প্রথম স্প্যান বসাতে প্রকৌশলীদের বেশি সময় লাগলেও বাকি স্প্যান বসাতে সময় কম লাগবে। আর যেহেতু টেকনিক্যাল নানা ব্যাপার থাকে তাই সময় দিয়েও সে অনুযায়ী কাজ করা যায় না। টার্গেট ছিল মার্চের ১০ তারিখে তৃতীয় স্প্যান বসানোর। কিন্তু সম্ভব হয়নি। তবে আশা করছি ১১ তারিখ রবিবার স্প্যান বসানো যাবে।
আর/টিকে
আরও পড়ুন