হার্ভার্ডে ‘বাংলাদেশ জাগছে’ শীর্ষক সেমিনার
প্রকাশিত : ১৬:৪৮, ১০ মার্চ ২০১৮
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ জাগছে’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে আগামী মে মাসের ১২ তারিখে। সেমিনারটি যৌথভাবে আয়োজন করবে বস্টনভিত্তিক থিঙ্কট্যাংক ‘আইএসডিআই’ তথা ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’।
বাংলাদেশ নিয়ে কর্মরত আন্তর্জাতিক সংস্থা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের নীতি-নির্ধারক ছাড়াও এ সেমিনারের বিভিন্ন পর্বে বক্তব্য রাখবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ও প্রাইভেট সেক্টরের ব্যবসায়ী-বিনিয়োগকারীরা।
জানা গেছে, বাংলাদেশে গত ৮ বছরের অবিস্মরণীয় উন্নয়নের ছোঁয়ার সঙ্গে সম্পৃক্ত প্রাইভেট সেক্টরের ব্যবসায়ী-বিনিয়োগকারীরা এ সেমিনারে নিজ নিজ অভিজ্ঞতা জানাবেন।
আইএসডিআই’র নির্বাহী পরিচালক ইকবাল ইউসুফ জানান, ২০১২ সাল থেকে প্রতি বছরই বাংলাদেশের উন্নয়ন-সম্ভাবনা এবং সমস্যার আলোকে এ ধরনের সেমিনার করা হচ্ছে। সে আলোকে এবারের সেমিনারে টেকসই উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রগতি এবং উন্নত বাংলাদেশ রচনায় শেখ হাসিনার ভিশন ও তার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন অংশগ্রহণকারীরা।
তিনি জানান, এসব উন্নয়নের ক্ষেত্রে কী ধরনের সমস্যার আশঙ্কা রয়েছে এবং কী ধরনের পরিস্থিতি বিরাজমান থাকলে স্বপ্নের সোনার বাংলা হাতের মুঠোয় আনা সম্ভব-সে সব মতামতও উপস্থাপিত হবে আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষকদের মধ্য থেকে।
এ সেমিনারের আয়োজক কমিটির চেয়ারম্যান হচ্ছেন হার্ভার্ড কেনেডি স্কুলের সাবেক ফেলো এবং এমআইটির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইকবাল কাদির। সমন্বয়ক হিসেবে যৌথভাবে থাকবেন হার্ভার্ডের ছাত্র শাম্মী কুদ্দুস এবং রাফাতে মাহবুব।
একে// এআর
আরও পড়ুন