ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বিএনপি নেতার সঙ্গে ইসরাইলি গোয়েন্দা সংস্থার বৈঠক নিয়ে চট্টগ্রামের তোলপাড়

প্রকাশিত : ১৫:১৯, ১৪ মে ২০১৬ | আপডেট: ১৫:১৯, ১৪ মে ২০১৬

বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে ইসরাইলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’র বৈঠক নিয়ে চট্টগ্রামের  তোলপাড় চলছে। নাশকতা ও সরকার বিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকায় আসলাম চৌধুরীকে গ্রেফতারের দাবীতে সীতাকু-ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরীর হাত ধরে বিএনপিতে যোগ দেন আসলাম চৌধুরী। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশের বৃহত্তম পাটকল আদমজী জুট মিল ভাঙ্গার কাজ দেয়া হয় আসলাম চৌধুরীকে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। গড়ে তুলেন শিপ ইয়ার্ড, সিএনজি ফিলিং স্টেশন, সল্ট কারখানাসহ রাইজিং গ্রুপ। চকরিয়ার ইনানীতে রিসোর্ট, নাসিরাবাদ ও সাগরিকায় ফিশ প্রিজার্ভার্স নামে দুটি মৎস্য সংরক্ষণ কারখানা নির্মান করেন। অভিযোগ আছে, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নামে-বেনামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে শত শত কোটি টাকা ঋন নেয়ার পর সেসব টাকা ফেরত দেননি আসলাম। এদিকে, নাশকতাসহ বিভিন্ন ষড়যন্ত্রে জাড়িত থাকার অভিযোগে আসলাম চৌধুরীর বিচারের দাবীতে সীতাকু-ে মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ। সমাবেশ থেকে অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানানো হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি