ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

সপরিবারে রবীন্দ্র আর্ট গ্যালারি পরিদর্শন রাষ্ট্রপতির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩০, ১০ মার্চ ২০১৮ | আপডেট: ২১:৩৭, ১০ মার্চ ২০১৮

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত শিলংয়ের ব্রুকসাইড বাংলো পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এই সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিল।

কবিগুরু ১৯১৯ সালে এই বাংলোতে বেড়াতে এসে কিছুদিন অবস্থান করেছিলেন। তাঁর বিখ্যাত ধ্রুপদী উপন্যাস শেষের কবিতা এখানেই রচিত হয়েছিল।

গতকাল শুক্রবার রাষ্ট্রপতি আবদুল হামিদ ৪৭ বছর পরে এই বাংলো পরিদর্শনে এসে স্মৃতিকাতর হয়ে পড়েন। তিনি বাংলোর ভেতরে প্রবেশ করে টেবিলে রাখা গীতাঞ্জলি থেকে কিছু কবিতা আবৃত্তি করেন। এরপর কবির প্রতি সম্মান জানিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।

কবির ব্যবহৃত বিছানা এবং গ্যালারি ঘুরে ঘুরে দেখেন। এই গ্যালারিতে আর্ট শিক্ষার্থীদের আঁকা পেইন্টিং রয়েছে। বাংলোর দেয়ালে হাতে লেখা কিছু কবিতার চরণ ঝোলানো রয়েছে।

সেখানে অধ্যায়রনরত বাংলাদেশী শিক্ষার্থীদের একটি নির্বাচিত দল ব্রুকসাইড বাংলোতে আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করেন।

রবীন্দ্রনাথ তাঁর জীবতদশায় বিভিন্ন সময় শিলং আসতেন। পরে এটি মেঘালয় আর্ট এন্ড কালচার বিভাগের অধীনে চলে যায়। কবিগুরুর স্মৃতি বিজড়িত ব্রুকসাইড ভবন পরে রবীন্দ্রনাথ ঠাকুর আর্ট গ্যালারিতে রূপান্তরিত হয়। যা এখন মেঘালয় আর্ট এন্ড কালচার বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। যা বর্তমানে মেঘালয় সরকারের শিল্প ও সাহিত্যের প্রাণকেন্দ্র। বর্তমানে রবীন্দ্রনাথ আর্ট গ্যালারি নামেই পরিচিত।

কেআই/ এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি