ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সাধারণ গণিতের ফলাফলে সংশোধনের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন ও বিক্ষোভ সমবেশ

প্রকাশিত : ১৫:১২, ১৪ মে ২০১৬ | আপডেট: ১৫:১২, ১৪ মে ২০১৬

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সাধারণ গণিতের ফলাফলে ভুল হওয়ার অভিযোগ তুলে সংশোধনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমবেশ করেছে চট্টগ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসুচী থেকে শিক্ষার্থীরা অভিযোগ করেন, যে সকল পরীক্ষার্থী গণিতে গ ও ঘ সেট পেয়েছিলো তারা কেউ এ বিষয়ে জিপিএ ৫ পাননি। এই দুইটি সেটে ১১ নম্বরের প্রশ্ন ভুল থাকায় শিক্ষার্থীরা এটিকে প্রযুক্তিগত ভুল বলে আখ্যায়িত করেন। অবিলম্বে গণিতের সৃজনশীল ও নৈর্ব্যক্তিক বিষয়ে ফলাফল নির্ধারণ দ্রুত সংশোধন করার আহ্বান জানান তারা। এর আগে ফলাফল সংশোধনের দাবিতে চট্টগ্রাম বোর্ড চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি