পদ্মা সেতুতে বসলো তৃতীয় স্প্যান [ভিডিও]
প্রকাশিত : ১০:৩৩, ১১ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:১২, ১১ মার্চ ২০১৮
তৃতীয় স্প্যান বসানো হয়েছে পদ্মা সেতুতে। আজ রোববার সকাল সাড়ে ৯টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর এই সুপার স্ট্রাকচার বসানো হয়। প্রথম ও দ্বিতীয় স্প্যানের পর তৃতীয় স্প্যানটি বসানোর কারণে ৪৫০ মিটার দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু।
জানা গেছে, শনিবার রাতে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি আসে। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই তৈরি হবে সেতুটি। আজ রোববার ভোরে ৪০ ও ৪১ নম্বর খুঁটির কাছাকাছি ক্রেনটি নেওয়া হয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে ক্রেন দিয়ে ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপরে স্প্যানটি তোলার কাজ শুরু হলে সকাল সাড়ে ৯টার দিকে স্প্যানটি পুরোপুরি খুঁটির ওপর স্থাপন করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর পদ্মা সেতুর প্রথম স্প্যান এবং চলতি বছরের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর দ্বিতীয় স্প্যানটি বসানো হয়। ৩ মাসের ভেতরই বসলো তৃতীয় স্প্যানটি। এছাড়াও চতুর্থ স্প্যানটিও বসানোর মতো অবস্থায় আছে বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের সার্ভেয়ার (সিএসসি) মীর ফারুক হোসেন।
একে/এসএইচ/
আরও পড়ুন